ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরেও অনিশ্চিত ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
মাঠে ফিরেও অনিশ্চিত ক্লার্ক মাইকেল ক্লার্ক

ঢাকা: গতকাল বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন মাইকেল ক্লার্ক। ইনজুরি আক্রান্ত ক্লার্ক মাঠে ফেরায় স্বস্তি পেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

কিন্তু, অজি অধিনায়ক ক্লার্ক জানিয়েছেন, মাঠে ফিরলেও তিনি এখনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার জন্য প্রস্তুত নন।

বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত আন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ৩২ ওভার পর্যন্ত মাঠে ছিলেন ক্লার্ক। দুই ওভার বোলিং করেছিলেন বাঁহাতি এই অফ স্পিনার। ব্যাটিংয়ে নেমে করেন ৩৪ রান। শেষ পর্যন্ত ছয় উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া একাদশ।

ক্লার্ক বলেন, ‘আমি এখন অনেকটা সুস্থ অনুভব করছি। মাঠে ফিরেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছি। তবে, পুরোপুরি ফিট হতে আরো কিছু সময় লাগবে। এ মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফিটনেস আমার নেই। ’

অজি অধিনায়ক আরো বলেন, ‘আমি এখন যে অবস্থায় আছি তাতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা সম্ভব নয়। আমার লক্ষ্য হচ্ছে অ্যাডিলেডে দলের অনুশীলনে সময় দেওয়া। আশা করছি সংযুক্ত আরব ‍আমিরাতের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারব। ’

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।