ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৩৬২ রানের টার্গেট ক্যারিবীয়দের সামনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
৩৬২ রানের টার্গেট ক্যারিবীয়দের সামনে ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে হাশিম আমলা এবং রিলে রোসুউয়ের ২৪৭ রানের রেকর্ড তৃতীয় উইকেট পার্টনারশিপের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
 
হাশিম আমলা ১৩৩ এবং রিলে রোসুউ ১৩২ রানের ইংনিস খেললে ৪২ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৬১ রান।


 
বুধবার সেঞ্চুরিয়ানে বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং বেছে নেয়।
 
দলীয় ছয় রানের মাথায় ওপেনার কুইন্টন ডি কক আঊট হলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলীয় ৫৯ রানে ফাফ ডু প্লেসিসের উইকেট তুলে নেয় আন্দ্রে রাসেল।
 
এরপর থেকেই  হাশিম আমলা এবং রিলে রোসুউয়ের তান্ডব। ২৪৭ রানের পার্টনারশিপ গড়তে এই দুই ব্যাটসম্যান খরচ করেন মাত্র ১৭২ বল।
 
হাশিম আমলা ১১ চার এবং ছয় ছক্কায়  ১০৫ বলে ১৩৩ রানের ইনিংসটি সাজান। অন্যদিকে রিলে রোসুঊ ৯৮ বলে ১৩২ রানের ইনিংসটি নয় চার এবং আট ছয়ে সাজান।
 
ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ৮৫ রানে নেন তিন উইকেট।
 
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।