ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার রানে হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
চার রানে হারলো বাংলাদেশের যুবারা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলের  বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে চার রানে হেরেছে বাংলাদেশের অনুর্ধ্ব-১৯। দ্বিতীয় ম্যাচেও হারের ফলে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।



কলোম্বতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা।   শুরুটা ভালোই হয়েছিল স্বাগতিকদের। ওপেনিং পার্টনারশিপের আসে ৩৫ রান। দলীয় ৩৫ রানের মাথায় ওপেনার বান্দারার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মেহেদি হাসান।

এরপর থেকেই অবশ্য টাইগার যুবাদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। শেষ পর্যন্ত আসালানকার ৬৮ রানের উপর ভর করে নয় উইকেটে ১৭৯ সংগ্রহ করে শ্রীলঙ্কার যুবারা।
 
১৮০ রানের মামুলি টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে বাংলাদেশ। এক পর্যায়ে ৫২ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে সফরকারি যুবারা।   তবে শাহানুর রহমানের ব্যাটিং জয়ের স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশকে।
 
কিন্তু ব্যক্তিগত ৭২ রান করে দলীয় ১৭৫ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে শাহানুর আউট হলে হতাশা নেমে আসে বাংলাদেশের ড্রেসিংরুমে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।