ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্রামে ওয়ার্নার, ফিরলেন হোয়াইট, মার্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বিশ্রামে ওয়ার্নার, ফিরলেন হোয়াইট, মার্শ ডেভিড ওয়ার্নার

ঢাকা: আগামী শুক্রবার হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে। আর দলে ডাক পেয়েছেন ক্যামেরুন হোয়াইট ও শন মার্শ।

এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া জর্জ বেইলি না থাকায় এ দুই ব্যাটসম্যানকে দলে নেয়া হয়েছে।

চলতি ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে অজিদের প্রথম ম্যাচে রোহিত শর্মাকে কুটক্তি করায় ওয়ার্নারের ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা যায়। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিজের আগে থেকেই হ্যামিস্ট্রং ইনজুরিতে ভোগা ওয়ার্নারকে বিশ্রাম দেয়া হয়েছে। ’

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের পরবর্তী ম্যাচের জন্য স্টিভেন স্মিথকে অধিনায়ক করেছে। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ নেতৃত্ব দেয়ার পর বোর্ড এমন সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।