ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উইলিয়ামসনের সেঞ্চুরিতে সিরিজে লিড নিল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
উইলিয়ামসনের সেঞ্চুরিতে সিরিজে লিড নিল কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: নেলসনে কেন উইলিয়ামসনের সেঞ্চুরির উপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয় পেল নিউজিল্যান্ড। লঙ্কানদের দেয়া ২৭৭ রানের জবাবে ছয় উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকরা।

সেই সঙ্গে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে জিতে ২-১ এ লিড নিল দলটি।

জয়েল লক্ষে খেলতে নেমে ‍কিউইরা টপ অর্ডারে খুব দ্রুত কয়েকটি উইকেট হারালেও উইলিয়ামসন ও মিডল অর্ডারদের ব্যাটিং দৃড়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। উইলিয়ামসন ১০৭ বলে ছয় চার ও এক ছয়ে ১০৩ রান করে থিসারা পেরেরা বলে আউট হন।

এছাড়া গ্র্যান্ট ইলিয়ট ৪৪, কোরে অ্যান্ডারসন ৪৭ ও লুক রঞ্চি ৩২ রান করে করে।

এর ‍আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৭৬ রানে সবকটি উইকেট হারায় শ্রীলঙ্কা। এদিন দলের ব্যাটিং হাল ধরেন তিন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও দিলশান। জয়াবর্ধনে সেঞ্চুরি থেকে ছয় রান দুরে থাকতে আউট হন। এছাড়া সাঙ্গাকারা ৭৬ ও দিলশানের ব্যাট থেকে আসে ৪৪ রান।

স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ ‍তিনটি উইকেট পান টিম সাউদি। তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সেঞ্চুরি হাকানো উইলিয়ামসনের হাতে।

আগামী ২৩ জানুয়ারি ডুনেডিনে দু’দলের মধ্যকার পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।