ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অবসরের চিন্তা নেই ইউনুসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
অবসরের চিন্তা নেই ইউনুসের ইউনুস খান

ঢাকা: আসন্ন ক্রিকেট বিশ্বকাপ শেষে ওডিআই ক্রিকেট থেকে অবসর নেবেন না বলে জানিয়েছেন ইউনুস খান। পাকিস্তানের এ অভিজ্ঞ ব্যাটসম্যান আরো জানান, যতদিন সম্ভব সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন।



এর আগে পাকিস্তানের অন্যতম দুই তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হক বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ষোষণা দিয়েছিলেন।

ইউনাস খান বলেন, ‘আসন্ন ক্রিকেট বিশ্বকাপ শেষে ওডিআই থেকে অবসর নেওয়ার কোনো চিন্তা করিনি। যতদিন শরীর ফিট থাকবে ততদিনই খেলে যাব। যখন মনে হবে আর পারছি না তখনই অবসর নেব। ’

৩৭ বছর বয়সী এ ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৫৯টি ওডিআই ম্যাচ খেলে ৩১.৭৫ গড়ে ৭,১৭৭ রান সংগ্রহ করেছেন। সীমিত ওভারের ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৮টি হাফ সেঞ্চুরির পাশাপাশি সাতটি সেঞ্চুরি করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।