ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বোর্ড মিটিংয়ে ফিরেছেন পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বোর্ড মিটিংয়ে ফিরেছেন পাপন নাজমুল হাসান পাপন

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষা শেষে বোর্ড মিটিংয়ে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার পর হোটেল রেডিসনে এ মিটিংয়ে যোগ দেন তিনি।



এর আগে, দুপুর ২টার দিকে বোর্ড মিটিং হওয়ার কথা থাকলেও পাপন হঠাৎ অসুস্থবোধ করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়, এ কারণে খানিক বিলম্বিত হয় মিটিংও।

পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে পাপন হোটেল রেডিসনে ফিরলে বোর্ড মিটিং শুরু হয়।

বিসিবি প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা ও পরে বোর্ড মিটিংয়ে যোগ দেওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী।

** অসুস্থ বিসিবি’র প্রেসিডেন্ট পাপন

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫,২০১৫/আপডেট : ১৭১৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।