ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে নতুন রঙে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বিশ্বকাপে নতুন রঙে ভারত-পাকিস্তান সংগৃহীত

ঢাকা: বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার জার্সি। সঙ্গে পরিবর্তন হয়েছে এশিয়ার আরেক ক্রিকেট পরাশক্তি পাকিস্তান দলেরও জার্সির রং।

ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি বিশ্বকাপের আগেই দেখা যাবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

আসন্ন ত্রি-দেশীয় সিরিজে ভারত খেলবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে। ১৬ জানুয়ারি শুরু হওয়া এ আসরে টিম ইন্ডিয়া তাদের নতুন জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।

এ উপলক্ষ্যে বিসিসিআই তাদের নতুন জার্সি উন্মোচন করে। টিম ইন্ডিয়ার নতুন জার্সি প্রস্তুত করেছে ‘নাইকি’।

এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দলেরও জার্সির রং পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ উপলক্ষ্যে পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে দেশটি ক্রিকেট বোর্ড জার্সি উন্মোচনের অনুষ্ঠান আয়োজন করে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত বিশ্বকাপে পুল ‘বি’তে থাকা ভারত ও পাকিস্তান তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৫ ফেব্রুয়ারি। অ্যাডিলেডে এ ম্যাচে দুই দলের ক্রিকেটারদের নতুন জার্সি গায়ে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।