ঢাকা: তিলকেরত্নে দিলশানের ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিতে সাত ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮৭ রানের বড় ব্যবধানে হারালো শ্রীলঙ্কা।
স্বাগতিকদের করা ছয় উইকেটে ৩০২ রানের জবাবে ৪৫.৫ ওভারে ২১৫ রানেই সবকটি উইকেট হারায় সফরকারিরা।

undefined
এদিন খেলা শেষে আর প্রেমাদাসা স্টেডিয়ামের পুরো গ্যালারি বিদায় জানান মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে। কারণ এ অভিজ্ঞ ক্রিকেটারদের হয়ত দেশের মাটিতে এটিই শেষ ম্যাচ।
এদিকে সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে নামেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার দিলশান। তবে এই ম্যাচে তিনি শুধুমাত্র সেঞ্চুরিই (১০১) করেন নি। আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন এ ডানহাতি। এদিন তিনি ১৫ তম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের নয় হাজার পূরণ করেন।
দলের হয়ে ৫৫ রান করে অপরাজিত থাকেন দিনেশ চান্দিমাল। এছাড়া ৫৪ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে।
টসে হারা ইংলিশরা পরে ব্যাট করতে নেমে জো রুটের ৮০ রান সত্বেও অন্য ব্যাটসম্যানরা ভালো স্কোর না করতে পারলে শেষ পর্যন্ত ২১৫ রানেই থামে তাদের ইনিংস। এদিন সেঞ্চুরি করার পর বোলিংয়ে এসেও তিনটি উইকেট নেন দিলশান। এছাড়া আরো তিনটি উইকেট পান সেকুগে প্রসন্না।
পুরো সিরিজে অসাধারণ পারফরম্যান্সে করা দিলশান ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন।
বাংলাদেশ সশয়: ১১৫৮ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৪