ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাউন্সার এড়াতে ইনজুরিতে ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
বাউন্সার এড়াতে ইনজুরিতে ক্লার্ক ইনজুরিতে মাইকেল ক্লার্ক

ঢাকা: অ্যাডিলেডে সফরকারী ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। আর এ ম্যাচে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েছেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।



পিঠের ব্যাথায় ৬০ রান করে অপরাজিত থাকা মাইকেল ক্লার্ক মাঠ ছাড়েন। ইশান্ত শর্মার একটি শর্ট বলকে এড়াতে গিয়ে পিঠের পুরোনো ব্যাথা অনুভব করেন ক্লার্ক।

ব্যাটিং ক্রিজে আর থাকতে না পারলে মাঠেই তাকে পরীক্ষা করেন অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রুকনার। পরে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ইনজুরিতে পড়ার আগে টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক তুলে নেন ক্লার্ক।

আর খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ার অকাল প্রয়াত ব্যাটসম্যান ফিল হিউজকে শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু করে দুই দল। এছাড়া দুই দলের প্রত্যেক খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড পড়ে খেলতে নামেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।