ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের পরামর্শক ইউনিস খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের পরামর্শক ইউনিস খান ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর আগে দেশটির ব্যাটিং কোচ হিসেবে ২০২২ সালে দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই পাক ক্রিকেটার।

 

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। আজ এসিবির কর্তা সায়েদ নাসিম সাদাত বলেন, ‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানে আসরটি শুরু হওয়ার আগেই সে দলের পরামর্শক হিসেবে যোগ দেবে। ’

খেলোয়াড়ী জীবনে ১১৮ টেস্টে ১০ হাজার ৯৯ রান সংগ্রহ করেন ইউনিস। আইসিসির র‌্যাংকিংয়েও এক নম্বর ব্যাটার ছিলেন তিনি। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলকে নেতৃত্ব দেন এই তারকা।  

কোচিং ক্যারিয়ারে পাকিস্তান জাতীয় দলের হয়ে কিছু সময় দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি ও টি টেন লিগে বাংলা টাইগার্সের কোচ ছিলেন সাবেক এই পাকিস্তানি তারকা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।