ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ এশিয়ান ল’ইয়ার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট

সুপার ওভারে লাহোরকে হারিয়ে ফাইনালে করাচি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
সুপার ওভারে লাহোরকে হারিয়ে ফাইনালে করাচি ছবি: সংগৃহীত

টি-স্পোর্টস ও এইসের ব্যবস্থাপনায় বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে ছয়টি দল নিয়ে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ান ল’ইয়ার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ফাইনালে জায়গা করে নিয়েছে করাচি ল’ইয়ার্স।

 

দুই গ্রুপ থেকে চারটি দল জায়গা করে নেয় পয়েন্ট টেবিলের সেরা চারে। তাদের মধ্যে হওয়া এলিমেনটরে চট্টগ্রাম লার্নাডসের মুখোমুখি হয়ে ঢাকা কাউন্সিল। এই ম্যাচে ২৩ রানের জয় পেয়েছে চট্টগ্রাম লার্নার্ডস।  

শুরুতে ব্যাট করে নাবিল চৌধুরীর ২৮ বলে ৪১ ও সাজ্জাদ হোসেনের ৩২ বলে ৪২ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করে চট্টগ্রাম লার্নাডস।

পরে ঢাকা কাউন্সিল ব্যাটিংয়ে নেমে এক বল আগেই অলআউট হয়। তাদের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন সাকিব রহমান নূর। ৪ ওভারে ২৮ রান দিয়ে চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নেন ইমাদুল ফারহান বাপ্পি।

প্রথম কোয়ালিফায়ারে লাহোর এলসিটি ও করাচি ল’ইয়ার্সের ম্যাচটি টাই হয়। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে লাহোর। পরে রান তাড়ায় নেমে ৫ উইকেট হারিয়ে সমান রান করে করাচিও।

পরে সুপার ওভারে ৩ রানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে করাচি। ১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯ রান করে তারা। পরে কোন উইকেট না হারালেও ৬ রানের বেশি করতে পারেনি লাহোর।  

এই টুর্নামেন্টে বাংলাদেশের চারটি ও পাকিস্তানের দুটি দল অংশ নিচ্ছে। পাকিস্তান থেকে অংশ নেওয়া দল দুটি লাহোর ও করাচির। বাংলাদেশ থেকে আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।