খেলা চলাকালে গ্যালারিতে প্রেম নিবেদনের দৃশ্য অপরিচিত নয়। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল স্টেডিয়ামে এমনটা দেখা গেছে অনেকবারই।
খেলা দেখতে এসে যে এমন কিছু হবে, সেটা হয়তো কল্পনাই করেননি রাবেং। কেননা স্টেডিয়ামের মেডিক্যাল সেন্টারে চিকিৎসকদের সহায়তায় স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী। এরপর জায়ান্ট স্ক্রিনে রাবেং দম্পতিকে অভিনন্দন জানানো হলে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা।
একই ম্যাচে দেখা যায় প্রেম নিবেদনের ঘটনাও। সবুজ গ্যালারিতেই হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক যুবক। তাকে অবশ্য হতাশ হতে হয়নি, কারণ প্রস্তাব সানন্দেই গ্রহণ করেন সেই মেয়ে।
তাদের শুভেচ্ছা জানিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টুইটারে লিখে, ‘বাগদানের জন্য অসাধারণ এই দম্পতিকে অভিনন্দন। আপনাদের বিবাহজীবন যেন আজীবন ও তারও বেশি সময় স্থায়ী থাকে। ’
এমনিতেই ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। তা সত্ত্বেও একই দিনে প্রেম নিবেদন ও শিশু জন্ম নেওয়ার ঘটনাটি অনন্য হয়ে থাকবে।
এদিকে, সেই ম্যাচে ডিএলএস মেথডে ৩৬ রানে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ঘরের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ দেয় পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এএইচএস
Pink Day ODI’s are for proposals?
— Proteas Men (@ProteasMenCSA) December 22, 2024
Congratulations to the amazing couple on your engagement, may your marriage last a lifetime and more!✨?#WozaNawe #BePartOfIt #PinkDay #SAvPAK pic.twitter.com/V8wZtdIkn1