ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খেলা চলাকালে শিশুর জন্ম, উচ্ছ্বাসে মাতলো স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
খেলা চলাকালে শিশুর জন্ম, উচ্ছ্বাসে মাতলো স্টেডিয়াম ম্যাচের এক মুহূর্তে অভিনন্দন জানানো হয় রাবেং দম্পতিকে। ছবি: সংগৃহীত

খেলা চলাকালে গ্যালারিতে প্রেম নিবেদনের দৃশ্য অপরিচিত নয়। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল স্টেডিয়ামে এমনটা দেখা গেছে অনেকবারই।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ওয়ানডেতে গতকাল যা ঘটল, তা এককথায় বিরল! 

খেলা দেখতে এসে যে এমন কিছু হবে, সেটা হয়তো কল্পনাই করেননি রাবেং। কেননা স্টেডিয়ামের মেডিক্যাল সেন্টারে চিকিৎসকদের সহায়তায় স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী। এরপর জায়ান্ট স্ক্রিনে রাবেং দম্পতিকে অভিনন্দন জানানো হলে উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শকরা।  

একই ম্যাচে দেখা যায় প্রেম নিবেদনের ঘটনাও। সবুজ গ্যালারিতেই হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক যুবক। তাকে অবশ্য হতাশ হতে হয়নি, কারণ প্রস্তাব সানন্দেই গ্রহণ করেন সেই মেয়ে।

তাদের শুভেচ্ছা জানিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টুইটারে লিখে, ‘বাগদানের জন্য অসাধারণ এই দম্পতিকে অভিনন্দন। আপনাদের বিবাহজীবন যেন আজীবন ও তারও বেশি সময় স্থায়ী থাকে। ’

এমনিতেই ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। তা সত্ত্বেও একই দিনে প্রেম নিবেদন ও শিশু জন্ম নেওয়ার ঘটনাটি অনন্য হয়ে থাকবে।

এদিকে, সেই ম্যাচে ডিএলএস মেথডে ৩৬ রানে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ঘরের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ দেয় পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।