ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

৮ বছর পর সেমিতে নিউজিল্যান্ড, বিদায় ভারত-পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
৮ বছর পর সেমিতে নিউজিল্যান্ড, বিদায় ভারত-পাকিস্তানের

ভারতের সবশেষ আশা হয়ে ছিল পাকিস্তান। কিন্তু দুই প্রতিবেশী দেশকে শেষ পর্যন্ত বিদায়ই নিতে হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে।

তাদের টপকে ৮ বছর পর সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। গতকালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছে তারা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১১০ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ২৮ রান আসে ওপেনার সুজি বেটসের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ১৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাশরা সাধু।  

জবাব দিতে নেমে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানা (২১) ও মুনিবা আলী (১৫) ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের স্রেফ ১৪ রানে তিন উইকেট শিকার করেন অ্যামেলিয়া কের। এছাড়া এডের কারসন দুটি, রোজম্যারি মেয়ার, লিয়া তাহুহু, ও ফ্রান জোনাসের শিকার একটি করে উইকেট।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। একই গ্রুপ থেকে ৪ ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চারে উঠেছে ফেভারিট অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।