ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ১০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজকে ১০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

দুই ওপেনারের বিদায়ের পর ভরসা হয় নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির জুটি। সোবাহানা বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ।

রিতু মণিকে সঙ্গে নিয়ে জ্যোতি দলকে টেনে তোলার চেষ্টা করেন। যদিও তারা ইনিংস শেষ করে আসতে পারেননি।  

শারাজাহতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে এই ম্যাচে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল।  

টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশের মেয়েরা। চতুর্থ ওভারের প্রথম বলে স্টাম্পিং হয়ে ১২ বলে ৯ রান করে ফেরেন ওপেনার সাথী রাণী। পাওয়ার প্লের শেষ বলে আরেক ওপেনার দিলারা আক্তারও বোল্ড হন রামহারাকের বলে। ১৮ বলে ১৯ রান করেন তিনি।  

ছয় ওভারে ৩৩ রান তোলার পর বাংলাদেশের হাল ধরেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। ৪৩ বলে ৪০ রান আসে জুটি থেকে। ২২ বলে ১৬ রান করে রামহারাককে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন সোবহানা মোস্তারি।  

তার বিদায়ের পর দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ভালো অবস্থা থেকে চাপে পড়ে যায় বাংলাদেশ। এফি ফ্লেচারের টানা দুই বলে ফেরেন স্বর্ণা আক্তার ও তাজ নেহার। তারা ফেরার পর জ্যোতির সঙ্গী হন রিতু মণি। এই জুটিতে ভর করেই একশ পার করতে পেরেছে বাংলাদেশ।  

যদিও রিতু মণি ফিরে গেছেন আগেই। রামহারাকের ওভারে ১৩ বলে ১০ রান করে ক্যাচ দেন তিনি। জ্যোতির সঙ্গে ২৩ বলে ২১ রানের জুটি গড়েন রিতু। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৩৯ রান করে ফেরেন জ্যোতিও।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।