ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রুট-ব্রুকের রেকর্ডের মালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
রুট-ব্রুকের রেকর্ডের মালা

পাকিস্তানি বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করছে ইংল্যান্ড। জো রুট ও হ্যারি ব্রুক তো রেকর্ডের মালাই সাজিয়ে বসলেন।

মুলতান টেস্টে ৪৫৪ রানের জুটি গড়েছেন তারা। যা ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি রেকর্ড। শুধু তা-ই নয়, টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি এটি।

এজবাস্টনে ১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১১ রানের জুটি গড়েছিলেন কলিন কাউড্রে ও পিটার মে। ৪র্থ উইকেটে গড়া রেকর্ডটি টিকেছিল ৬৭ বছর। রুট-ব্রুক শুধু তা ভাঙেননি, বরং বিশ্বরেকর্ডও নতুন করে লিখেছেন।

টেস্ট ইতিহাসে এর আগে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেসের। ২০১৫ সালে হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪৯ রান করেন তারা। পাকিস্তানের বিপক্ষেও এটি সর্বোচ্চ রানের জুটি। ৬৪ বছর আগে কিংসটনে ৪৪৬ রানের জুটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গ্যারি সোবার্স ও কনরাড হানতে।

এনিয়ে তৃতীয়বার একই ইনিংসে দুজন ব্যাটারকে ২৫০ বা এর বেশি রানের ইনিংস খেলতে দেখা গেল। তাও ১৮ বছর পর। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে তখনকার ব্যক্তিগত সর্বোচ্চ ৩৬৫ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন সোবার্স। এছাড়া হানতে করেন ২৬০ রান।

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২৪ রানের জুটি গড়েন দুই লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। যা এখনো যেকোনো উইকেটে বিশ্বরেকর্ড হিসেবে টিকে আছে। কলম্বোয় সেই ম্যাচে জয়াবর্ধনে ৩৭৪ ও সাঙ্গাকারা খেলেন ২৮৭ রানের ইনিংস।

আজ ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুকও। ৩১০ বলে তা স্পর্শ করেন তিনি। যা দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। ২০০৯ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেন বীরেন্দর শেবাগ। ভারতের ৩৪ বছর পর এমন স্বাদ পেলেন কোনো ইংলিশ ব্যাটার। এর আগে সবশেষ ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৩৩৩ রান করেন গ্রাহাম গুচ।

ব্রুকের মতো ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন রুট। কিন্তু ৩৭৫ বলে ১৭ চারে ২৬২ রানে বিদায় নেন তিনি। ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করার পথেই অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হন এই ব্যাটার। শুধু তা-ই নয়, প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের ক্লাবে ঢোকেন তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রুটের অবস্থান ১২তম। ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে টেবিলের শীর্ষে কিংবদন্তি ভারতীয় ব্যাটার শচীন টেন্ডুলকার। তবে বর্তমানে খেলতে থাকা ক্রিকেটারদের মধ্যে নিজেকে দুইয়ে রেখেছেন রুট। তার ওপরে রয়েছেন কেবল বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ২৭ হাজার ৪১ রান করেছেন ভারতের এই ব্যাটার।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি হাঁকানোর তালিকাতেও দুইয়ে আছেন রুট। সাতটি ডাবল সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের। তবে একটি ক্ষেত্রে অবশ্য রুট বিরল। প্রথম সফরকারী ব্যাটার হিসেবে এশিয়ায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।  

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩৬ রানের লিড নিয়ে ৫ উইকেটে ৭৯২ রান করেছে ইংল্যান্ড। ব্রুক ৩১৪ ও ক্রিস ওকস ব্যাট করছেন ৪ রানে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এএইচএস

 

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।