ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

জিসানকে খুশি হতে না করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
জিসানকে খুশি হতে না করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা

অনূর্ধ্ব-১৯ দলে থাকতেই জিসান আলম চলে আসেন পাদপ্রদীপের আলোয়। বাংলাদেশকে ভবিষ্যতে টি-টোয়েন্টিতে ভালো সার্ভিস দিতে পারবেন, এমন প্রত্যাশা তৈরি হয় তাকে নিয়ে।

এর মধ্যে হাই পারফরম্যান্স দলের হয়ে ঘুরে এসেছেন অস্ট্রেলিয়ায়।  

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে দেশের মাটিতে ক্যাম্প করেন ক্রিকেটাররা। তাতে ছিলেন জিসান আলমও। মাহমুদউল্লাহ রিয়াদ-তাওহীদ হৃদয়দের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।  

অনুশীলনের সময় তাকে কী বলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা? শনিবার মিরপুরে সাংবাদিকদের জিসান বলেন, ‘সবাই ভালো বলেছে। চালিয়ে যেতে বলছে। এটা শেষ না। আরও আছে সামনে ভালো খেলা। বিপিএল আছে, এনসিএল আছে; ইমার্জিংয়ে খেলতে যাবো। খুশি হতে না করেছে। ’

এরপর তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি সব ফরম্যাটের ক্রিকেটে খেলতে চাই। নির্দিষ্টভাবে কিছু নেই। যেহেতু ছোটোবেলা থেকেই সেভাবে অনুশীলন করে আসছি, এ কারণেই সবাই বলে ন্যাচারাল হিটার। ’

শীর্ষ পর্যায়ের ক্রিকেটে এখনও এক বছরও পার করেননি জিসান। এর মধ্যেও তাকে নিয়ে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে। জাতীয় দলে আসার আগেই তৈরি হওয়া প্রত্যাশার ব্যাপারে নিজেকে প্রস্তুত করছেন বলে জানান জিসান।  

তিনি বলেন, ‘আমি ওভাবে নিজেকে গ্রো আপ করতেছি যেন আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ভালো করতে পারি। সোহেল স্যার, বাবুল স্যার ছিলেন, উনারা ভুলগুলো নিয়ে কাজ করছেন যেন আন্তর্জাতিক সিরিজে গিয়ে ভালো খেলতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।