ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার

পিঠের চোটে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গার। এর আগে ১৬ সদস্যের ঘোষিত দলে ছিলেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, মেরুদণ্ডের নিজের অংশে চোট পেয়েছেন বার্গার। তাকে চিকিৎসার জন্য দেশে ফেরত পাঠানো হবে।

বর্তমানে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবুধাবিতে আছেন বার্গার। কিন্তু সেখানেই অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার চোট ধরা পড়ে।  

দুই টেস্টের টেস্ট সিরিজ আগামী ২১ অক্টোবর শুরু হবে মিরপুরে। প্রথম টেস্ট শেষে দ্বিতীয়টি খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। বন্দর নগরীতে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।