ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের শেষ সিরিজ কি না প্রশ্নে যা বললেন শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
রিয়াদের শেষ সিরিজ কি না প্রশ্নে যা বললেন শান্ত

কয়েকদিন আগেই বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। একসময় পঞ্চপাণ্ডব হিসেবে খ্যাতি পাওয়া ক্রিকেটারদের মধ্যে এখন টি-টোয়েন্টি খেলছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ।

তার অবসর নিয়েও বিভিন্ন সময়ে কথা উঠেছে।  

গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সময়ে মাহমুদউল্লাহ রিয়াদের ডট বল খেলা নিয়ে সমালোচনা হয়। এখন প্রশ্ন উঠেছে ভারতের বিপক্ষে স্কোয়াডে তিনি সুযোগ পাওয়ায়। এই সিরিজই কি রিয়াদের জন্য শেষ?

এমন প্রশ্নের উত্তরে টি-টোয়েন্টি সিরিজের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এ ব্যাপারে আমরা ড্রেসিংরুমে কোনো আলোচনায় যাইনি (শেষ সিরিজ কি না)। কিন্তু হয়তো সামনের দিকে হবে কি না…। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। ’

‘আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই। ’

লোয়ার অর্ডারে ভালো করছেন শামীম পাটোয়ারী। হাই পারফরম্যান্স স্কোয়াডের হয়ে অস্ট্রেলিয়ায় ভালো করেন তিনি। রিয়াদের জায়গায় শামীম সুযোগ পেলে ভালো হতো কি না এমন প্রশ্ন করা হয় শান্তকে।  

তিনি বলেন, ‘কার সঙ্গে কার তুলনা করছেন (শামীম না রিয়াদ)। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু উনার অনেক অবদান আছে। শামীম তরুণ এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। এ মুহূর্তে যদি বলেন যে, রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না। ’

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।