ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রিজওয়ানকে টপকে পুরানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
রিজওয়ানকে টপকে পুরানের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে এবার বছরটি স্বপ্নের মতো কাটছে নিকোলাস পুরানের। কদিন আগেই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছেন।

এবার এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রানের বিশ্বরেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটার।  

গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১৫ বলে ২৭ রান করেন পুরান। তাতেই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে টপকে যান তিনি। চলতি বছর ৬৬ ম্যাচ খেলে ৪২.০২ গড় ও ১৬০.০৫ স্ট্রাইক-রেটে ২ হাজার ৫৯ রান করেছেন এই বাঁহাতি। কোনো সেঞ্চুরি না করলেও ফিফটির দেখা পেয়েছেন ১৪ বার। এছাড়া ১৩৯টি চারের পাশাপাশি ১৫২টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে।

রিজওয়ান ২০২১ সালে ৪৮ ম্যাচে ৫৬.৪২ গড় ও ১৩২.০৩ স্ট্রাইকরেটে করেছিলেন ২ হাজার ৩৬ রান। ১৮ ফিফটির পাশাপাশি সেঞ্চুরির স্বাদ পেয়েছেন একবার।

স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে রিজওয়ান ও পুরানই কেবল এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এদিকে এর আগে চলতি বছর ক্রিস গেইলের ১৩৫ ছক্কার রেকর্ড ভাঙেন পুরান।

টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান-

ব্যাটার রান সাল
নিকোলাস পুরান ২০৫৯* ২০২৪
মোহাম্মদ রিজওয়ান ২০৩৬ ২০২১
অ্যালেক্স হেলস ১৯৪৬ ২০২২
জস বাটলার ১৮৩৩ ২০২৩
মোহাম্মদ রিজওয়ান ১৮১৭ ২০২২

*২০২৪ সাল এখনো শেষ হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪

এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।