ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

অশ্বিনকে কোহলি-রোহিতের কাতারেই রাখেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
অশ্বিনকে কোহলি-রোহিতের কাতারেই রাখেন তামিম

ঘরের মাঠে দলকে দুহাত ভরেই সহায়তা করলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম চাপের মুখে তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি (১১৩)।

এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে শিকার করেন ৬ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের বড় জয় পায় ভারত।

ভারতীয় দলে তারকা খেলোয়াড় মানেই সবার আগে চলে আসে রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম। তবে তাদের সঙ্গে অশ্বিনকেও এক কাতারে রাখেন বাংলাদেশের তামিম ইকবাল।  

জিও সিনেমাকে বাঁহাতি এই ওপেনার বলেন, ‘সে (অশ্বিন্) যা করেছে তা অসাধারণ। দক্ষ ব্যাটারের মতোই ব্যাট করছিল সে। আমি ভিন্ন দেশ থেকে এসেছি। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবদান নিয়ে আমি সবসময়ই শুনে থাকি, তবে আমার চোখে রবিচন্দ্রন অশ্বিনও সমান গুরুত্বপূর্ণ। ’ 

‘কারণ আমরা তখনই কেবল কথা বলি, যখন তারা ভালো খেলে, যখন সেঞ্চুরি পায়, যখন তারা পাঁচ-ছয় উইকেট পায়। তবে ভারতীয় দলে তাদের অবদান অসামান্য। (অশ্বিনের অবদান) ঠিক ততটাই বড় যতটা রোহিত শর্মা ও বিরাট কোহলির। ’

এনিয়ে চতুর্থবারের মতো একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার করলেন অশ্বিন। সবচেয়ে বেশি পাঁচবার এই কীর্তি গড়েছেন ইয়ান বোথাম। তবে সর্বোচ্চ ফাইফারের তালিকায় অজি কিংবদন্তি শেন ওয়ার্নকে ছুঁয়েছেন অশ্বিন। ৩৭ বার ইনিংসে ৫ উইকেট শিকার করে যৌথভাবে তালিকার দুইয়ে আছেন ৩৮ বছর বয়সী এই স্পিনার।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।