ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বায়ার্নের গোল উৎসবের রাতে লিভারপুল-চেলসির জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
বায়ার্নের গোল উৎসবের রাতে লিভারপুল-চেলসির জয়

কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগে ডিনামো জাগরেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। এবার বুন্দেসলিগায় ওয়ের্ডার ব্রেমেনের জালে গোল উৎসব করল ভিনসেন্ট কম্পানির দল।

অন্যদিকে একই রাতে জয়ের মুখ দেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট লিভারপুল ও চেলসি।

বুন্দেসলিগায় শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখার পথে কাল ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন। চার ম্যাচে চতুর্থ জয়ের রাতে গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন, মাইকেল ওলিসে, জামাল মসিয়ালা ও সের্গ জিনেব্রি। এর মধ্যে জোড়া গোল করেছেন ওলিসে।  

এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচে ২০ গোল করল বায়ার্ন। বুন্দেসলিগায় আগের ম্যাচে হোলস্টেইন কিয়েলের জাল তারা কাঁপিয়েছিল ছয়বার।

এদিকে প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে চেলসি ও লিভারপুল। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহ্যামকে ব্লুজরা ৩-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেছেন সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন এবং কোল পালমার।  

অন্যদিকে অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। লুইস দিয়াজের জোড়া গোলের পাশপাশি একটি গোল করেছেন দারউইন নুনেজ। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল। পাঁচ ম্যাচে চার জয়ে তাদের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্টও তাদের সমান ১২।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।