ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রানপাহাড়ে চাপা পড়ার শঙ্কা নিয়ে দিন পার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
রানপাহাড়ে চাপা পড়ার শঙ্কা নিয়ে দিন পার বাংলাদেশের

দিনের শুরুটা বোলাররা করে দিয়েছিলেন ভালো। কিন্তু এরপর ব্যাটাররা ডুবিয়েছেন হতাশায়।

তারা অলআউট হয়েছেন অল্পতেই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ছে ভারত।

চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হয়। সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসে করে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮১ রান করেছে ভারত।  

প্রথম দিনের শেষটা দুর্দান্ত করে ভারত। রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার রেকর্ড জুটিতে বড় রানের পথে ছুটছিল তারা। দ্বিতীয় দিনে সেটিকে আর বাড়তে দেননি তাসকিন আহমেদ।

ইনিংসের কেবল তৃতীয় ওভারেই প্রথম উইকেট এনে দেন তিনি। তার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন জাদেজা। ১২৪ বলে ৮৬ রান করেন তিনি, অশ্বিনের সঙ্গে ১৯৯ রানের জুটি ভাঙে তার। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি গড়েন অশ্বিন ও জাদেজা।

রেকর্ড জুটি ভাঙার পর ভারতকে অলআউট করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৩০ বলে ১৭ রান করা আকাশ দ্বীপ ক্যাচ দেন মিড অফে দাঁড়ানো শান্তর হাতে, এই উইকেটও পান তাসকিন।

এক ওভার পর সেঞ্চুরিয়ান অশ্বিনকেও আউট করেন তিনি। ১৩৩ বলে ১১৩ রান করে মিড অফে ক্যাচ দেন অশ্বিন। এরপর শেষ উইকেট হিসেবে বুমরাহকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন হাসান মাহমুদ।  

টানা দ্বিতীয় ইনিংসে ফাইফার পেলেন তিনি। পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট পান হাসান। ইনিংসে ৯টি উইকেটই নেন পেসাররা।

নিজেদের ইনিংসে নেমে বিপদে আছে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ। ওই পরিস্থিতি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন জাকির হাসান।  

২২ বলে ৩ রান করে আকাশ দ্বীপের বলে বোল্ড হয়ে যান জাকির। পরের বলেই বোল্ড হয়ে যান মুমিনুল হক। তিন ব্যাটারকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ।  

প্রথম সেশনে তিন উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি। দুই ওভার পরই সাজঘরে ফেরত যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ২০ রান করে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির হাতে ক্যাচ দেন তিনি।

পরের ওভারে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন লিটন দাস। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি।  

৪২ বলে ২২ রান করে সাজঘরে ফেরত যান লিটন। তার বিদায়ের পর বোলারদের নিয়ে লড়াই শুরু হয় মেহেদী হাসান মিরাজের। কিন্তু ২২ বলে ৯ রান করে আউট হয়ে যান হাসান মাহমুদ।  

শেষ সেশনের শুরুতেই বাকি দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। অলআউট হয়ে যায় স্রেফ ১৪৯ রানে। প্রথম ইনিংসে ২২৭ রানে লিড পেয়েও বাংলাদেশকে ফলো অন করায়নি ভারত।  

তারা ব্যাটিংয়ে নামার পর শুরুর দিকেই ভারতের উইকেট নেন তাসকিন। ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। ৭ বলে ৫ রান করেন তিনি।  

প্রথম ওভার করতে এসে সাফল্য পান নাহিদ রানাও। তার অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন ১৭ বলে ১০ রান করা জায়সওয়াল।  

দিনশেষের আগেই আরও একটি উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার বলে এলবিডব্লিউ আউট হন ৩৭ বলে দুই চারে ১৭ রান করা কোহলি। দিনের শেষটা করেছেন ঋষভ পান্ত ও শুভমান গিল।  

৬৪ বলে ৩৩ রানে অপরাজিত গিল। একটি করে ছক্কা ও চারে ১৩ বলে ১২ রানে ব‍্যাট করেন পান্ত। ভারত এগিয়ে আছে ৩০৮ রানে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।