ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

৩ উইকেট হারিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
৩ উইকেট হারিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ

আগের দিনের জুটি ভেঙে শুরু হয় দিন। এরপর ভারতকে অলআউট করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ।

কিন্তু ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছে তারাও।

চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়ে স্বাগতিকরা। পরে নিজেদের প্রথম ইনিংসের লাঞ্চ বিরতি অবধি ৩ উইকেট হারিয়ে ২৬ রান করেছে বাংলাদেশ।  

প্রথম দিনের শেষটা দুর্দান্ত করে ভারত। রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার রেকর্ড জুটিতে বড় রানের পথে ছুটছিল তারা। দ্বিতীয় দিনে সেটিকে আর বাড়তে দেননি তাসকিন আহমেদ।

ইনিংসের কেবল তৃতীয় ওভারেই প্রথম উইকেট এনে দেন তিনি। তার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন জাদেজা। ১২৪ বলে ৮৬ রান করেন তিনি, অশ্বিনের সঙ্গে ১৯৯ রানের জুটি ভাঙে তার। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি গড়েন অশ্বিন ও জাদেজা।

রেকর্ড জুটি ভাঙার পর ভারতকে অলআউট করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৩০ বলে ১৭ রান করা আকাশ দ্বীপ ক্যাচ দেন মিড অফে দাঁড়ানো শান্তর হাতে, এই উইকেটও পান তাসকিন।

এক ওভার পর সেঞ্চুরিয়ান অশ্বিনকেও আউট করেন তিনি। ১৩৩ বলে ১১৩ রান করে মিড অফে ক্যাচ দেন অশ্বিন। এরপর শেষ উইকেট হিসেবে বুমরাহকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন হাসান মাহমুদ।  

টানা দ্বিতীয় ইনিংসে ফাইফার পেলেন তিনি।  

নিজেদের ইনিংসে নেমে বিপদে আছে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে সাদমান ইসলামকে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ। ওই পরিস্থিতি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন জাকির হাসান।  

২২ বলে ৩ রান করে আকাশ দ্বীপের বলে বোল্ড হয়ে যান জাকির। পরের বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক উপহার দেন মুমিনুল হক।

বাংলাদেশ সময় : ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।