ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ

বাংলাদেশ- ভারত টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। সিরিজ শুরুর আগে আজ জানা গেল সম্প্রচারক চ্যানেলের নাম।

চেন্নাইয়ে আগামীকাল সকাল ১০টায় খেলতে নামবে বাংলাদেশ-ভারত। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। খেলা দেখা যাবে অনলাইনেও। র‍্যাবিটহোল বিডি ডট কম জানিয়েছে, অনলাইনে তারা সিরিজটি সম্প্রচার করবে।  

ভারতে স্পোর্টস-১৮ এবং কালার্স সিনেপ্লেক্স প্রচার করে এই সিরিজ। এছাড়া লাইভ স্ট্রিমিং করবে জিও সিনেমা এবং স্পোর্টস্টারের ওয়েবসাইট ও অ্যাপ।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।