ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঁচ দিনেও মাঠে গড়ায়নি খেলা, পরিত্যক্ত আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
পাঁচ দিনেও মাঠে গড়ায়নি খেলা, পরিত্যক্ত আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট 

অবশেষে পরিত্যক্ত ঘোষণা করা হলো পঞ্চম দিনের খেলাও। পাঁচ দিনের এক দিনও মাঠে নামা হয়নি কারও।

হয়নি টসও। তাইতো ইতিহাসে জায়গা করে নিয়েছে আফগানিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি।  

সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আজ পৌনে ৯টা বাজে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। ভারতের গ্রেটার নয়ডায় পরিত্যক্ত হওয়া এই টেস্টটির একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও। ইতিহাসে যা হয়েছে অষ্টমবারের মতো। উপমহাদেশে এমন হয়েছে একবার। সেবার অবশ্য বৃষ্টি নয়, কুয়াশার কারণে মাঠে গড়ায়নি ম্যাচ। ১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্ট ছিল সেটি।

গ্রেটার নয়ডাতে টস হওয়ার কথা থাকলেও প্রথম দিনেই বাধা দেয় বৃষ্টি। দ্বিতীয় দিনে বৃষ্টি না থাকলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয়নি। তবে অনুশীলন করতে দেখা গেছে নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারকে। কিন্তু ওইটুকুতেই সীমাবদ্ধ থাকল দিনটি। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চমদিনেও বৃষ্টি কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ।  

বৃষ্টির পাশাপাশি এই মাঠের আউটফিল্ডও দায়ী খেলা শুরু না হওয়ার। কারণ মাঠটির পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই বাজে। যে কারণে দ্বিতীয় দিনে বৃষ্টি থামলেও মাঠে গড়ায়নি খেলা। মূলত এই টেস্টের জন্য বেঙ্গালুরুর ও কানপুরকে ভেন্যু করার প্রস্তাব দিয়েছিল ভারতীয় বোর্ড। কিন্তু আফগান দলের ফ্লাইটসহ বেশ কিছু সুবিধার জন্য নয়ডাকেই বেছে নিয়েছে তারা। যার ফলাফল দেখাই গেল।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।