ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের বাইরে থেকে সাকিব খেলতে পারবেন কি না, সিদ্ধান্ত নেবে বোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
দেশের বাইরে থেকে সাকিব খেলতে পারবেন কি না, সিদ্ধান্ত নেবে বোর্ড

একরকম জনরোষের মুখেই আছেন সাকিব আল হাসান। সবশেষ বিলুপ্ত সংসদের সদস্য ছিলেন।

পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব থাকায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। এরপর আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ায় আর দেশে আসেননি এই অলরাউন্ডার।  

যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেন তিনি। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির একাদশেও আছেন তিনি। তবে ভবিষ্যতে দলের সঙ্গে দেশের মাটিতে অনুশীলন না করে সাকিব খেলার সুযোগ পাবেন কি না, এমন প্রশ্ন ছিল বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের কাছে।  

বুধবার মিরপুরে উত্তরে তিনি বলেন, ‘সাকিব বাইরে থেকে খেলতে পারবে কি না আরেকটা ব্যাপার। যেটা আমরা খুব গুরত্বের সঙ্গে দেখবো। সাকিবের ব্যাপারটা আসলে বলেছি, বোর্ডের কিছু পলিসি থাকে। এটা আমি আমার ডিরেক্টরদের সাথে আলাপ করবো, পলিসি কি হওয়া উচিৎ সাকিব আল হাসানের ব্যাপারে। ’

পাকিস্তান সিরিজের স্কোয়াডে সাকিব থাকবেন কি না, এমন আলোচনা ছিল জোরালো। শেষ অবধি তাকে রাখা হয়। এরপর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, এ বছরের সবগুলো টেস্টে খেলতে চান সাকিব। তবে নতুন বিসিবি সভাপতি বলছেন, তার ব্যাপারে নতুন করে নীতি ঠিক করবেন তারা।  

ফারুক বলেন, ‘বোর্ডের সঙ্গে আলোচনা করবো সাকিব এখন কী অবস্থায় আছে, এ অবস্থায় সে কী চালিয়ে যেতে পারবে কী না। অবশ্যই ডিপেন্ড করে যে দুটি টেস্ট ম্যাচ আছে তার পরে কী হবে। তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে। ’

‘প্রধান নির্বাচক একটা ইন্টারভিউ দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে, তাকে যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো ওকে নিওনা, তাহলে এটা পলিসি ম্যাটার হতো। সে দায়িত্বটা বোর্ডের উপর দিয়ে দিতো, সেটা (পলিসি) যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে। ’

ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়েও প্রায়ই আলোচনা তৈরি হয়। বিশেষত সিরিজ চলাকালীন মাঠের বাইরের কর্মকাণ্ডে সমালোচিত হন তারা। এ ব্যাপারেও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন নতুন বোর্ড প্রধান।  

তিনি বলেন, ‘খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কি করতে পারবে, কি করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি। ’

‘বিশেষ করে সফর চলাকালীন সময়, সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে, কি পারবে না, এসব থাকবে। আপনার যদি লিখিত থাকে, সফর চলাকালীন সময় আপনি কোন বিজ্ঞাপন করতে পারবেন না। তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না। এটা যদি পরিস্কার লেখা থাকে, তাহলে সুবিধা হবে। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।