ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বলছেন শোয়েব আখতার

‘কেউ যেহেতু করেনি, সাকিবও এড়িয়ে যেতে পারত’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
‘কেউ যেহেতু করেনি, সাকিবও এড়িয়ে যেতে পারত’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউটের শিকার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেজন্য অবশ্য আবেদন করতে হয়েছে সাকিব আল হাসানকে।

নির্ধারিত সময়ের ভেতর ম্যাথিউস বল খেলার জন্য প্রস্তুত না হওয়ায় আম্পায়ারের কাছে আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক। দিনশেষে সেটাই হয়েছে যা নিয়মে লেখা ছিল। কিন্তু তা একদমই ক্রিকেটীয় চেতনার পরিপন্থী হিসেবে মনে করছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

ম্যাথিউসের সেই আউট নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তর্ক-বিতর্ক। আগে যখন কেউ এমনটা করেনি, তাই সাকিবও তা এড়িয়ে যেতে পারতেন বলে মত শোয়েবের।

সাবেক এই পেসার টুইটারে (এক্স) লেখেন, 'এটা প্রবলভাবে ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। আমি জানি এটা নিয়মে আছে। কিন্তু যেহেতু আগে কেউ কখনো করেনি, সাকিবও এড়িয়ে যেতে পারত। '

সাকিবের আবেদন অবাক করেনি ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদকে। তিনি লেখেন, 'ক্রিকেটীয় প্রতিভায়, সাকিব খেলাটির অন্যতম কিংবদন্তি হিসেবে বিবেচিত হতেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর নিষিদ্ধ হওয়া, আম্পায়ারকে ভয় দেখানো, খেলার থেকে নিজেকে বড় ভাবার কারণে গতকাল সে যা করেছে তাতে অবাক হওয়ার কিছু নেই। '

ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ লেখেন, 'সাকিবের জেতার প্রতি বিশ্বাস রাখা উচিত, যেকোনো মূল্যে জেতার ক্ষেত্রে নয়। এটা লজ্জাজনক। '

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।