ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়ে এলেন হাথুরুসিংহে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়ে এলেন হাথুরুসিংহে

আধুনিক ক্রিকেট এখন বদলে গেছে অনেক। শুধু কোচিংয়েই এখন থেমে থাকছে না সব।

ডাটা নির্ভরতা, ক্রিকেটারদের মানসিক অবস্থাও বেশ জরুরি। এর প্রয়োজনীয়তা বাংলাদেশ জাতীয় দলেও দেখেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ছুটি কাটিয়ে আফগানিস্তান সিরিজ সামনে রেখে শনিবার রাতে দেশে ফিরেছেন তিনি। ফেরার সময় ক্রিকেটারদের জন্য নিয়ে এসেছেন মনোবিদও। রোববার দুপুরে অনুশীলন শুরু হওয়ার আগেই তাকে নিয়ে মাঠে এসেছেন হাথুরু।  

জাতীয় দলের সঙ্গে কাজ করতে যাওয়া মনোবিদের নাম অ্যালান ব্রাউন। তিনি অবশ্য ঠিক মনোবিদ নন, মাইন্ড ট্রেনার। ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর কাজ করবেন অ্যালান।

এ দফায় দুই সপ্তাহ ঢাকায় থাকবেন তিনি। শুধু ক্রিকেটারই নয়, কাজ করবেন জাতীয় দল সংশ্লিষ্ট কোচ, ম্যানেজম্যান্টের সদস্যদের সঙ্গে। ১৪ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। এই ম্যাচ শেষ হওয়া অবধি থাকবেন ব্রাউন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।