ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের নতুন প্রধান কোচ ব্র্যাডবার্ন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ১৩, ২০২৩
পাকিস্তানের নতুন প্রধান কোচ ব্র্যাডবার্ন

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নের নাম ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর বাবর-রিজওয়ানদের দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।

পাকিস্তানের ক্রিকেটে ব্র্যাডবার্ন অবশ্য নতুন কেউ নন। সম্প্রতি কিউইদের বিপক্ষে সিরিজেও পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে এবার তাকে স্থায়ীভাবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  পিসিবি জানিয়েছে, বাবরদের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার অ্যান্ড্রু পুটিক। আর স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ড্রিকুস সাইমান ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনকে আগের দায়িত্বেই রাখা হচ্ছে।

ব্র্যাডবার্নের কোচিংয়ে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ ২-২ ড্র করেছে পাকিস্তান। এরপর ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে ৪-১ ব্যবধানে। এমনকি সিরিজের মাঝেই ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিল পাকিস্তান। কিন্তু সিরিজের শেষ ম্যাচে হেরে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। তবে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানিদের ব্যবধান মাত্র ২।

ব্র্যাডবার্ন এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন। এরপর স্থানীয় কোচদের নিয়ে কাজ করতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। এছাড়া নিউজিল্যান্ড 'এ' দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করার পর ২০১৭ সাল পর্যন্ত স্কটল্যান্ড জাতীয় দলের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। এবার পাকিস্তান জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি। তবে তাকে কাজ করতে হবে টিম ডিরেক্টর মিকি আর্থারের সঙ্গে সমন্বয় করে।

পাকিস্তানের পরবর্তী সিরিজ আফগানিস্তানের বিপক্ষে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর তাদের সামনে অপেক্ষা করছে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।