ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় আবাহনী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ১২, ২০২৩
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগ এবার দেখতে যাচ্ছে এক অঘোষিত ফাইনাল। শনিবার এই টুর্নামেন্টের শেষদিন।

মিরপুরে এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। ১৫ ম্যাচের ১৩টিতে জিতেছে দুই দলই। শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।  

আবাহনীর অবশ্য এবার শেখ জামালের মুখোমুখি হওয়া নিয়ে সুখস্মৃতি নেই। লিগ পর্বের ম্যাচে তাদের ৪ উইকেটে হারিয়েছেন নুরুল হাসান সোহানরা। আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন এখানেই। শুক্রবার সাংবাদিকদের ‍মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, দলের প্রতি ভরসার কথা।  

মোসাদ্দেক বলেন, ‘আমি যখন থেকে আবাহনীতে খেলছি, আমি এটা দেখে আসছি যে শেখ জামালের সঙ্গে আমাদের এমন হয়েছে যে, ওরা একটা জিতছে, আমরা একটা জিতছি। এটাকে আমি লাকি চার্ম হিসেবে দেখতে পারি যে যেহেতু আমরা গ্রুপ পর্বে প্রথম ম্যাচ হেরেছি। এটা আমাদের একটা অনুপ্রেরণা যে এর আগের বছর থেকে, ওদের সঙ্গে দ্বিতীয় ম্যাচটা আমরা বেশিরভাগ সময় জিতেছি। অবশ্য দল হিসেবে আমরা খুব ভালো খেলছি। আমার দলের প্রতি ওই বিশ্বাসটা আছে যে সবাই যে নিবেদন ও সমর্থনটা এতদিন দিয়ে আসছে, আশা করি সেটা দেবে। ’

লিগ পর্বের যে ম্যাচটিতে হেরেছিল আবাহনী, শেখ জামালের ওই দলে এখন এসেছে বেশ কিছু পরিবর্তন। তাওহীদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেনরা জাতীয় দলের হয়ে খেলতে আছেন ইংল্যান্ডে। তাদের ছাড়াই শেখ জামাল সুপার লিগে জিতেছে তিনটি ম্যাচ, সেটিই মনে করিয়ে দিয়েছেন মোসাদ্দেক।  

তিনি বলেন, ‘দেখেন শেখ জামালের যে খেলোয়াড়রা দলের সঙ্গে নেই, তারা ছাড়াও শেখ জামাল একটা ছাড়া সবগুলো ম্যাচ জিতেছে। অবশ্যই বাড়তি সুবিধা যদি বলেন, তাদের মূল দুই-তিনটা খেলোয়াড় নেই, সুবিধা তো আছেই। এখন দল হিসেবে দুইটা দলই ভালো, আমি আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে। ’ 

শেষ ম্যাচটিও ভালো কাটেনি আবাহনীর। বিকেএসপিতে তারা হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে তারা হারে ৬ উইকেটে। এ নিয়ে চিন্তা আছে মোসাদ্দেকেরও। যদিও শেষ ম্যাচে ভালো কিছুর প্রত্যাশার কথাও ছিল তার কণ্ঠে।

আবাহনী অধিনায়ক বলেন, ‘না এটা অবশ্যই হতাশার যে শেষ ম্যাচ যেভাবে খেলছি কখনো মনে হয়নি আবাহনী আবাহনীর মতো খেলছে। আসলে এটা একটা চিন্তার ব্যাপার আমাদের জন্য যেটা গেছে সেটা যেন আমাদের পরের ম্যাচে না হয়। আমরা মাত্রই আলোচনা করে এসেছি, আমি আশাবাদী আমরা শেষ ম্যাচ যেরকম খেলেছি এরকম কোনো কিছু হবে না। এ বিশ্বাসটা আমার খেলোয়াড়দের ওপর আছে। ’

‘এত বড় একটা টুর্নামেন্টে আপনি কখনো ওভাবে আশা করতে পারবেন না যে আপনি ১৬ ম্যাচের ১৬টা জিতবেন। এটা আসলেই খুবই কঠিন একটা কাজ। অবশ্যই দুই-তিনটা ম্যাচ এদিকে হারা জেতা থাকবেই, কিন্তু একইদিকে যদি দুটি দলের পয়েন্ট সমান যেহেতু, দর্শকের জন্যও একটা ভালো ম্যাচ যে একটা ফাইনাল ম্যাচ তারা দেখবে। আমি আশাবাদী ভালো কিছু হবে। ’

বাংলাদেশ সময় : ১৭২৮ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।