ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে সাকিবের মধ্যে’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ৩, ২০২৩
‘আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে সাকিবের মধ্যে’

টানা পাঁচ হারে মোহামেডান ছিল রেলিগেশন জোনের কাছাকাছি। কিন্তু সাকিব আল হাসান যোগ দিতেই জাদুর কাঠির মতো বদলে যায় তারা।

পরের ছয় ম্যাচ জিতে নিশ্চিত করে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব।  

তবে বিশ্বসেরা অলরাউন্ডার নিজে ব্যাট-বল হাতে আহামরি পারফর্ম করেননি। ৪ ম্যাচে ব্যাট হাতে ২৪.৫০ গড়ে ৯৮ রান করেছেন তিনি। বল হাতে ওভার প্রতি ৩.৪৯ গড়ে রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। তবে দলকে তার এক সুতোয় গাঁথতে পারায় এমন সাফল্য, মনে করেন মোহামেডানের হেড কোচ আশিকুর রহমান। তিনি শুনিয়েছেন সাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা।

বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি কোচ হিসেবে যেটা দেখছি যে কেউ যদি বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তবে যেন সাকিবকে নিয়ে গবেষণা করে, তাহলে সে ক্রিকেট নিয়ে ধারনা পাবে। সাকিব এমন জিনিস। আর সে মোহামেডানে যেটা করছে, তার উপস্থিতি, তার এনার্জি এমনভাবে ছড়িয়ে পড়েছে চারদিকে, যা কিনা ইনফ্লুয়েন্স করছে আমাদের সবার ভেতরে, একটা এনার্জি সৃষ্টি করেছে। ’

‘এতে আমাদের সবার ভেতর থেকে শক্তিটা বের হয়ে আসছে, যেটা নিভে ছিল। তো সারা বিশ্বে যদি কেউ ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তাহলে সাকিবকে নিয়ে গবেষণা করুক। ওর ভেতর সব ইতিবাচক, নেগেটিভ কিছুই নেই। একজন কোচ হিসেবে এটা আমি দেখছি এবং সে দলের ওপর যেভাবে ইমপ্যাক্ট ফেলছে আসার পর, পুরো একটা ভাইব্রেশন, এনার্জেটিক মহল তৈরি হয়েছে। ’

সাকিব আল হাসানকে কোচিং করানো আদতে কেমন? আশিক বলছেন, ‘সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জাদু আছে তার মধ্যে। যার প্রভাব নিজের দলে, প্রতিপক্ষে সব জায়গাতেই পড়ে। কোচের সঙ্গে পরামর্শ করেই সাকিব সব করেন বলে জানিয়েছেন আশিক। ’

তিনি বলেন, ‘এটা বিশাল বড়। আপনি দেখবেন সাকিব যে দলে থাকে, সে দলে খেলোয়াড়দের খেলাটা সহজ হয়ে যায় এবং কোচদের জন্য কোচিংটা সহজ হয়ে যায়। ওর যে ইনভলভমেন্ট, একবার ডাগআউটে যাচ্ছে, দ্বাদশ খেলোয়াড়ের মাধ্যমে তথ্য পাঠাচ্ছে, ড্রেসিংরুমে মজা করছে, বাইরে থেকে একটা ইতিবাচক আওয়াজ দিচ্ছে। আমাদের না, বিপক্ষ দলের ড্রেসিংরুমে কিংবা ছাতার নিচেও এর ইমপ্যাক্ট পড়ে। এক সাকিব আল হাসানের একটা কথা চারদিকে ছড়িয়ে পড়ে। তার ভেতরে আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে। ’

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।