ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের জন্য ২৪ জন ‘মনিটরে’, আছেন রিয়াদ-আফিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
বিশ্বকাপের জন্য ২৪ জন ‘মনিটরে’, আছেন রিয়াদ-আফিফ

অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টের দলে কারা থাকবেন এ নিয়ে এখন থেকেই চলছে নানা জল্পনা-কল্পনা।

 

দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদের গত দুই সিরিজের দলে জায়গা হয়নি। লম্বা সময় নিয়মিত মুখ হিসেবে থাকা আফিফ হোসেনও বাদ পড়েছেন। এই দুই ক্রিকেটার কি দলে থাকবেন? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুর আবেদীন নান্নু জানিয়েছেন, বিশ্বকাপের জন্য ২৪ জনের একটি পুল করেছেন তারা। তাতে রিয়াদ ও আফিফ আছেন বলেই ইঙ্গিত তার কথায়।

শুক্রবার নিজের বাসায় সাংবাদিকদের নান্নু বলেন, ‘আফিফ অবশ্যই। আমাদের পুল ভুক্ত যে ২৪ জন খেলোয়াড় রেডি করে রেখেছি, তাদেরকে ভালোভাবে মনিটরিং করা হচ্ছে। কেউ চোখের আড়াল হচ্ছে না। যাকে যখন প্রয়োজন মনে হবে, তাকে দলে নেওয়া হবে। ’

এ সময় রিয়াদের বিষয়ে প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘২৪ জন খেলোয়াড় আমাদের পুল করা আছে। যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে। ’

আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে প্রায় একই রকম দল করেছে বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, এশিয়া কাপের দলই যাবে বিশ্বকাপে। গত দুই সিরিজের দলে কি আর কোনো বদল আসবে?

নান্নু বলেন, ‘ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ আছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ আছে, আফগানিস্তান সিরিজ আছে। আয়ারল্যান্ড সিরিজ আছে। তো প্রত্যেকটা সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করছি। কারণ এখন এতো বেশি খেলা, প্লেয়ারদের জন্য ফিটনেসের ব্যাপারটা অনেক বেশি চিন্তার। সেভাবে আমরা এগোচ্ছি। আশা করছি, সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের আগে বিশ্বকাপের জন্য পুল তৈরি করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।