ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতার একাদশ থেকে বাদ পড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
কলকাতার একাদশ থেকে বাদ পড়লেন লিটন

এক ম্যাচ খেলেই একাদশে জায়গা হারালেন লিটন দাস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ প্রথম ইনিংসে খেলার সুযোগ পাননি তিনি।

তাকে বাদ দিয়ে নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ভিসাকে একাদশে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ঘরের মাঠে আজ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। তাই লিটনের খেলার সুযোগ এখনো টিকে আছে। কেননা ইমপ্যাক্ট সাবস্টিউটের তালিকায় আছেন তিনি। কলকাতা পরে ব্যাটিংয়ে নামলে হয়তো জেসন রয়ের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাকে।

আইপিএলে দল পেলেও মাঠে নামা হচ্ছিল না লিটনের। অবশেষে আসরে দলের ষষ্ঠ ম্যাচে সুযোগ পান তিনি।  কিন্তু কাজে লাগাতে পারেননি বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার। অভিষেক ম্যাচে মাত্র ৪ রান করেছেন তিনি। পরে উইকেটের পেছনেও করেছেন ভুল। ক্যাচ মিস, স্টাম্পিং মিস-এসব ছিল অনবরত।  তার দল কলকাতাও হেরে গেছে দিল্লি ক্যাপিটালসের কাছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।