ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রুমানার কাছে জবাব চাইবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
রুমানার কাছে জবাব চাইবে বিসিবি

শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ পাননি অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ। বিসিবি অবশ্য বলছে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে বিশ্রাম নয়, দল থেকে বাদই দেওয়া হয়েছে বলে দাবি রুমানার। এনিয়ে গণমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন তিনি। এজন্য তার কাছ থেকে জবাব চাইবে বিসিবি।  

রুমানার মন্তব‌্য নজরে এসেছে বিসিবির নারী বিভাগের চেয়ারম‌্যান শফিউল আলম চৌধুরী নাদেলের। ক্রিকবাজকে নাদেল বলেছেন,‘ঈদের পর আমরা রুমানার কাছে এর ব্যাখ্যা চাইব। প্রথমবার এমন মন্তব‌্য করেছে সে। তাই তাকে মৌখিকভাবে সতর্ক করব। একজন সিনিয়র ক্রিকেটারের  কাছে এটা অপ্রত‌্যাশিত। আমরা এমন কিছু করতে চাই, যা বাকিদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়। ’

২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এবারই প্রথম বাদ পড়েছেন রুমানা। তার দাবি, ড্রেসিং রুমে সিনিয়রদের কদর করা হয় না। তিনি বলেন, ‘লম্বা সময় ধরেই ড্রেসিং রুমে সিনিয়র ক্রিকেটাররা প্রাপ‌্য সম্মান পান না। এটা বাংলাদেশ ক্রিকেটে খুব পরিচিত। একদমই নতুন নয়। আমি মনে করি, সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেখানোর জায়গায় আমরা পিছিয়ে আছি। অথচ অন‌্যান‌্য দেশে ক্রিকেটারদের তাদের অভিজ্ঞতা দিয়ে মূল‌্যায়ন করা হয়। ’


রুমানার এমন দাবি অস্বীকার করেছেন বিসিবির নারী বিভাগের এক কর্মকতা, ‘আমি বলছি না, তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। আমাদের জন্য তার যা অবদান সেটাও অস্বীকার করছি। কিন্তু একই সময়ে এটা বুঝতে হবে যে, আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। তাই সিনিয়রদের কোনো না কোনো সময়ে জায়গা করে দিতে হবে। আমার মনে হয় না, সিনিয়র ক্রিকেটাররা সম্মান না পাওয়ার বিষয়টি সত্যি। ’

এপ্রিলের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। তার মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।