ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মোস্তাফিজবিহীন দিল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মোস্তাফিজবিহীন দিল্লি

মোস্তাফিজুর রহমানকে উড়িয়ে নেওয়া হয়েছে প্রাইভেট বিমানে, কিন্তু খেলানো হয়নি একটি ম্যাচও। তার দলই বার বার হেরে চলেছে এবারের আসরে।

শুরুটা হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে; ৫০ রানে হেরে। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬ উইকেটে হার। এবার রাজস্থান রয়্যালসের বিপক্ষেও একই দশা হয়েছে দিল্লি ক্যাপিটালসের।  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ ম্যাচে রাজস্থান জয়লাভ করে ৫৭ রানে। গৌহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে দলটি। জবাব দিতে নেমে ১৪২ রানেই থেমে যায় দিল্লি।

ইয়াশাবি জায়সাওয়াল ও জস বাটলারের ব্যাটে দুর্দান্ত শুরু পায় রাজস্থান। ৫১ বলে ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ঝড়ো ব্যাট করতে থাকা জায়সাওয়াল ফিফটি তোলেন ২৫ বলে। আর বাটলারের লাগে ৩২ বল। নবম ওভারে জায়সাওয়ালকে ফিরিয়ে ভয়ঙ্কর এই জুটি ভাঙেন মুকেশ কুমার। রাজস্থান ওপেনার ৩১ বলে ৬০ রান করে বিদায় নেন।

তিনে নামা সাঞ্জু স্যামসন আজ ব্যাট হাতে পাননি একটি রানও। রায়ান পরাগ নেমে করেন ৭ রান। এরপর একপ্রান্তে ঝড় তুলতে থাকা বাটলার ৫১ বলে ৭৯ রান করে উইকেট হারান। তার ইনিংসটি সাজানো ছিল ১ ছক্কা ও ১১ চারে। শেষদিকে শিমরন হেটমায়ারের ২১ বলে অপরাজিত ৩৯ ও দ্রুব জুরেলের ৩ বলে ৮ রানে ভর করে বড় সংগ্রহ পায় রাজস্থান।  

রান তাড়ায় খেলতে নেমে দিল্লির হয়ে একাই লড়ে গেছেন ডেভিড ওয়ার্নার। তিনি ছাড়া আর মাত্র দুইজন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অঙ্কের ঘর। তার মধ্যে উল্লেখযোগ্য ৩৮ রান করে ললিত যাদব। এছাড়া ১৪ রান করেন রাইলি রুশো। শেষ পর্যন্ত লড়ে যাওয়া ওয়ার্নার খেলেন ৫৫ বলে ৬৫ রানের ইনিংস। তবুও জেতাতে পারেননি দলকে।

রাজস্থানের পক্ষে ৩ উইকেট করে শিকার করেন ট্রেন্ট বোল্ট ও যুযবেন্দ্র চাহাল। জোড়া উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট তুলে নেন সন্দিপ শর্মা।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।