ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিবের অনুপস্থিতি কলকাতাকে ভোগাবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
‘সাকিবের অনুপস্থিতি কলকাতাকে ভোগাবে’

আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন বাদে কলকাতা নাইট রাইডার্সের এবার তারকা ক্রিকেটার নেই বললেই চলে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে ছিটকে গেছেন টুর্নামেন্ট শুরুর আগেই।

এবার সাকিব আল হাসানও খেলবেন না বলে তাদের জানিয়ে দিয়েছেন।

আইপিএলে সাকিবের এনওসি পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। আয়ারল্যান্ড টেস্টের আগে কোনোভাবেই তাকে ও লিটনকে ছাড়তে রাজি ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সেটা অনুযায়ী আইপিএল খেলার কথা ছিল সাকিবের। কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে এবারের আসর থেকে সরে দাঁড়ান তিনি। তার বদলি হিসেবে মারকুটে ইংলিশ ওপেনার জেসন রয়কে কিনেছে কলকাতা।

তবে সাকিবের না থাকা কলকাতাকে ভোগাবে বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। কলকাতায় লম্বা সময় ধরে সতীর্থ ছিলেন তিনি ও সাকিব। তাই দলে সাকিবের কার্যকারিতা সম্পর্কে ভালোই ধারণা আছে তার।

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসুফ বলেন, ‘সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার। চার ওভার বোলিংও করার পাশাপাশি তিন-চার নম্বরে ব্যাটিং করতে পারে। কলকাতার যে ব্যাটিং লাইনআপ, তাতে   তাদের ঘাটতিগুলো বেশ ভোগাবে। শ্রেয়াস আইয়ারের পর এবার সাকিবের অনুপস্থিতিও ভোগাবে তাদের। ’

আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কলকাতা। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ডিএলএস মেথডে ৭ রানে হারে তারা। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষেই কলকাতা শিবিরে যোগ দেবেন লিটন দাস। জেসন রয় থাকায় তার একাদশে ঢোকার রাস্তাটা এখন অনেক কঠিনই হয়ে গিয়েছে বলা যায়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।