ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের ‘অধিনায়কত্ব’ ইতিবাচকভাবে নিয়েছেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
তামিমের ‘অধিনায়কত্ব’ ইতিবাচকভাবে নিয়েছেন সাকিব ছবি: শোয়েব মিথুন

ইনিংসের তখন ৪০তম ওভার চলছে। ক্রিজে জমে গেছে হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পারের জুটি।

বাংলাদেশের বোলারদের স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন তারা। দুজনের জুটি পঞ্চাশ ছাড়িয়েছে, হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন টেক্টর।  

এমন সময় এগিয়ে আসেন তামিম ইকবাল। টেস্টের নেতৃত্ব সাকিব আল হাসানের কাঁধে, তখনো বোলিংয়ে না এলেও মাঠেই ছিলেন তিনি। কিন্তু ফিল্ডিংয়ে বেশ কিছুক্ষণ রদবদল করছিলেন তামিম, বোলারদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে।

পরে টেক্টর ও ক্যাম্পারের জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। টেক্টরকে বোল্ড করে সাজঘরের পথ দেখিয়েছেন তিনি। এ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনেও এসেছিলেন তিনি। তার কাছেই জানতে চাওয়া হয় তামিমের এই ‘অধিনায়কত্বের’ কারণ।

জবাবে তাইজুল বলেছেন, ‘তামিম ভাইয়ের মনে হয়েছে, এভাবে অ্যাটাক করলে ওই সময় কিছু রান বের হয়ে যাচ্ছিল। মনে হয়েছে এভাবে অ্যাটাক করলে রানটা চেক দেওয়া যাবে। ওইজন্য সেট-আপটা বদল করা হয়েছে। সাকিব ভাইও ইতিবাচকভাবে নিয়েছেন। ’

বাংলাদেশ সময় : ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।