ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা দিচ্ছেন সাকিব

অন্যান্য দিনের চেয়ে আজ ব্যতিক্রমী এক সকাল কাটিয়েছে ঢাকা শহর। বাতাসে ছিল আগুনে পোড়া গন্ধ।

ভয়াবহ আগুনে পুড়ে গেছে বঙ্গবাজার মার্কেটের অসংখ্য দোকান। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা দিচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। একইসঙ্গে আগামীকাল বুধবার তাদের ইফতারের ব্যবস্থা করা হবে মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায়।

একপ্রান্তে যখন অগ্নিকাণ্ড চলছিল, তখন অপর প্রান্তে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই টেস্টের প্রথম দিন শেষ হতেই ফেসবুকে এক বার্তা দেন সাকিব।

টাইগার অধিনায়ক লেখেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক!

আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে।

তাই আমি, আমার  সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্থদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন। ’

আগামী ইফতারের খরচ বহনের জন্য তাসকিন আহমেদকে আহ্বান জানান সাকিব। তিনি আরও লেখেন, ‘পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্থ সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন। ’

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।