ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

১৬ বছর আগের রেকর্ড ভাঙলেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
১৬ বছর আগের রেকর্ড ভাঙলেন লিটন

চট্টগ্রাম থেকে: অফ স্ট্যাম্পের বাইরের বলে এক রান নিয়েই লিটন দাস পূর্ণ করলেন হাফ সেঞ্চুরি। কেবলই ১৮ বলে।

এরপর উইকেটের আরেক প্রান্তে থাকা রনি তালুকদারকে গিয়ে জড়িয়ে ধরলেন। তার এই ফিফটির মাহাত্ম্যও আলাদা। কারণ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি এখন তার।  

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেবল ২০ বলে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। সেটিকে ছাপিয়ে এখন লিটনই সবচেয়ে দ্রুততম, আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ২১ বলে হাফ সেঞ্চুরি ছিল তার সবচেয়ে দ্রুততম।

লিটন পঞ্চাশ পূর্ণ করতে খেলেন ৫ চার ও ৩ ছয়। এছাড়া রনি তালুকদারকে নিয়ে জুটির রেকর্ডও গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে নিজেদের সেরা জুটি এখন তাদের।  

নবম ওভারে আউট হওয়ার আগে ১২৪ রান যোগ করে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আগের সেরা জুটি ছিল ১০২ রানের। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিলেন মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।