ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্ত-হৃদয়রা সিনিয়রদের আত্মবিশ্বাস বাড়ায় : মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
শান্ত-হৃদয়রা সিনিয়রদের আত্মবিশ্বাস বাড়ায় : মুশফিক

সিলেট থেকে : মুশফিকুর রহিম বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ অনেকদিন ধরেই। মাঝে কিছুদিন অফ ফর্মে ছিলেন, নানা সমালোচনাও ঘিরে ধরেছিল তাকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছয় নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক, স্বাভাবিকভাবে তিনি নামেন আরেকটু উপরে।  

ওই ম্যাচে ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন মুশফিক। পরের ম্যাচেই একটি রেকর্ড গড়ে ফেলেন তিনি। ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশি হিসেবে দ্রুততম সেঞ্চুরি হাঁকান মুশফিক। এ নিয়ে আইরিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেন তিনি।  

মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, ছয় নম্বরে ব্যাটিং করাটা আমার জন্য ভালো সুযোগ ছিল। আমার যদি মনে থাকে তাহলে আগেও আমি এটা করেছি। তারপরও আমার মনে হয় শুরুর দিকে উইকেট খানিকটা ভেজা ছিল। কিন্তু আমাদের ওপেনার, তিন কিংবা চারে যারা খেলেছে তারা দারুণ ব্যাটিং করেছে। এমন উইকেটে ব্যাটিং করাটা আমি উপভোগ করেছি। কারণ ব্যাটিং করার জন্য বেশ ভালো উইকেট ছিল। আমি শুধু আমার দক্ষতা কাজে লাগিয়েছি। ’

দলে এখন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার ভালো করছেন। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় অন্যতম। এই সিরিজেই ওয়ানডে অভিষেকে ৯২ রানের ইনিংস খেলেন হৃদয়। তার সঙ্গে ব্যাটিংয়ে ছিলেন মুশফিক। অভিজ্ঞ এই ক্রিকেটার বলছেন, তরুণরা আত্মবিশ্বাস বাড়ায় তাদেরও।

তিনি বলেন, ‘সিনিয়র ক্রিকেটার হিসেবে অবশ্যই এটা আমাদের আত্মবিশ্বাস যোগায়। কারণ যখন হৃদয়, শান্তর মতো তরুণরা যখন রান করে তখন প্রথম বলে গিয়েই মারার সুযোগ করে দেয়। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক। আমাদের আসলে কোনো চাপ নেই। আমরা শুধু যাই আর নিজেদের প্রকাশ করি। ’

‘আপনি যখন ওইরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন এবং অপরপ্রান্তে একজন তরুণ থাকবে তখন সেটা উপভোগ্য। আশা করি আমি এটা বয়ে নিতে পারবো। ’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে রানের দেখা মিলেছে বেশি। উইকেট নিয়ে মুশফিক বলছিলেন, ‘এটা আসলে পুরোটা কন্ডিশনের উপর নির্ভর করে। আমরা সবশেষ দুই-তিন সিরিজে এমন স্পোর্টিং কন্ডিশনে খেলিনি। সেখানে স্পিনার ও পেসারদের জন্য সুবিধা ছিল। আমার মনে হয় এবারই প্রথম ব্যাটিং করার উইকেট এত ভালো ছিল। আমরা নিজেদের এক্সপ্রেস করতে চাই। দেখা যাক ব্যাটিং ইউনিট হিসেবে কতদূর যেতে পারি। ’

ওয়ানডে দলের ফর্মকে বিশ্বকাপ অবধি টেনে নেওয়ার আশাও করেন মুশফিক। বলেন, ‘নতুন কোচ এসেছে, তার সঙ্গে আমাদের বন্ডিংটা ভালো। আশা করি আমরা পুরো বছর এই মোমেন্টাম ক্যারি করতে পারবো। আমার মনে হয় ভালো একটা দল নিয়েই বিশ্বকাপে যাবো। ’

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।