ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘হাথুরুর দল ম্যানেজ করা চমৎকার’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
‘হাথুরুর দল ম্যানেজ করা চমৎকার’

সিলেট থেকে : দৃশ্যটা রোববারেরই। তামিম ইকবাল একমাত্র ক্রিকেটার হিসেবে অনুশীলনে এসেছিলেন।

বৃষ্টির দিনেও তার সঙ্গী হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের জন্য তার নিবেদন তাই স্পষ্ট। একইসঙ্গে দ্বিতীয় মেয়াদের অল্প ক’দিনে হাথুরু নজর কেড়েছেন দলকে ‘ম্যানেজ’ করার ক্ষমতাতেও।

মাহমুদউল্লাহ রিয়াদ বাদ পড়েছেন ওয়ানডে দলকে। অভিষেকে আলো ছড়ানো তাওহিদ হৃদয়কেও খেলিয়েছেন এই ফরম্যাট। তাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মুশফিকুর রহিমের আগে। হাথুরুসিংহের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কাছে অন্তত ‘চমৎকার’ স্বদেশির দল ম্যানেজ করার ক্ষমতা।

রোববার সিলেটে সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘হাথুরুসিংহে আগেও এখানে ছিল। তার কোচিং সামর্থ্য ও যেভাবে সে দলকে ম্যানেজ করে, নিজের অভিজ্ঞতা প্রয়োগ করে; চমৎকার। সে দলের ক্রিকেটার ও কোচদের অনেক ইনপুট দেয়। ’

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন তাইজুল ইসলাম। বেশ ভালোও করেছিলেন তিনি। এবার নাসুম আহমেদকে নিয়ে কাজ করছেন হেরাথ। দুজনের এই রদবদল অবশ্য হেরাথের কাছে কেবল ‘স্কোয়াড বড় করার’ চেষ্টা।

এ দুজনকে নিয়ে প্রশ্নে তিনি বলেছেন, ‘তাইজুল ইংল্যান্ডের বিপক্ষে গত সিরিজে ভালো করেছে। এখন আমরা নাসুমকে সুযোগ দিয়েছি। বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড বড় করতে চাচ্ছি। আমাদের আক্রমণাত্মতক ইন্টেন্টও নিশ্চিত করতে হবে। ’
 
আয়ারল্যান্ড দলের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলছিলেন, ‘তারা একটা পরিকল্পনা নিয়ে আসবে। কিন্তু কিছু জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা নিজেদের পরিকল্পনাতেই স্থির থাকব। ’

বাংলাদেশ সময় : ১৭৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩ 
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।