ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব কথা না বললে বিপিএলের এত প্রচার হতো না’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
‘সাকিব কথা না বললে বিপিএলের এত প্রচার হতো না’ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কখনোই প্রচারে সেভাবে দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার হোক বা অন্যভাবে; মুন্সিয়ানা দেখাতে পারেনি তারা।

এবারের বিপিএলেরও প্রচার ছিল না খুব একটা।  

টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে সমালোচনা করে বেশ কিছু কথা বলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এরপর এ নিয়ে রীতিমতো ঝড় উঠে। মাশরাফি বিন মর্তুজাও সাকিবের বক্তব্যের প্রতি নিজের সমর্থনের কথা জানান। বিপিএল নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

সেখানে এক প্রশ্নের জবাবে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘যত কথা হবে, তত প্রচার হবে। আজকে যদি সাকিব এই কথা না বলতো, তাহলে কি এত প্রচার হতো আমাদের? যেকোনো জিনিসের ইতিবাচক, নেতিবাচক দুই দিকই আছে। ’

বিপিএলের প্রচার নিয়ে জানতে চাইলে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ব্র্যান্ডিংয়ের বিষয়টা আমাদের বিবেচনায় আছে। যেহেতু আমরা বিপিএলকে এ বছর নতুন লোগো নিয়ে শুরু করতে চাচ্ছিলাম। সেভাবে একটা ব্র্যান্ডিং গাইডলাইনও তৈরি করেছি, শিগগিরই সেটার প্রয়োগ দেখতে পাবেন। ’

এ নিয়ে মল্লিক বলেন, ‘আমরা কি আগের বিপিএলগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান করিনি? ব্যানার হয়তো দেইনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়েছি কেন? কারণ দেশের যে অর্থনৈতিক অবস্থা... আমরা এই মুহূর্তে যদি বাহুল্য আকারে খরচ করি, সেটা আমাদের বোর্ডের জন্যও ভালো হবে না, সবার জন্যই ভুল বার্তা যাবে। ’

ব্যানারের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা যে কাতার বিশ্বকাপে গিয়েছি, সিটি সেন্টারে ছাড়া আর কোথাও ব্যানার দেখিনি। ব্যানারটা দিতে পারি আগের দিনের স্টাইলে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের চেষ্টা বেশি করেছি। খুব কম খরচে কীভাবে স্মার্টলি করা যায়; ওই চেষ্টা করেছি। ’

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।