ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪ পিএম, এপ্রিল ৮, ২০২৫
বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে টেস্ট দল/সংগৃহীত ছবি

আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। এ উপলক্ষে পূর্ণশক্তির একটি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

 

দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন, যিনি ব্যক্তিগত ছুটি কাটিয়ে দলে ফিরেছেন। চোট কাটিয়ে ফিরেছেন আরেক সিনিয়র ক্রিকেটার, ব্যাটিং স্তম্ভ শন উইলিয়ামস।  

দীর্ঘ দুই বছর পর দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার তাফাদজাওয়াও সিগা। ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। দলে নিজের জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে।  

এছাড়া একমাত্র নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা, যিনি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন।

তবে জায়গা হয়নি উইকেটকিপার জয়লর্ড গাম্বি, তরুণ পেসার নিউম্যান ন্যামহুরি, এবং টপ-অর্ডার ব্যাটার তাকুদজওয়ানাশে কাইতানোর।  

উল্লেখ্য, ২০২০ সালের পর এই প্রথমবার টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে তারা ইনিংস ব্যবধানে হেরেছিল।  

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে।  

জিম্বাবুয়ে টেস্ট দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এমএইচএচ

বাংলাদেশ সময়: ১২:০৪ পিএম, এপ্রিল ৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।