ঢাকা: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) আইএসইউ'র মহাখালী ক্যাম্পাসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক শিক্ষার্থী মুহাম্মদ আবু নাজিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউয়ের ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান, নাসের ইকবাল প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, আপনারাই (অ্যালামনাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সদস্য। আপনাদের মাধ্যমে রচিত হবে আইএসইউয়ের গৌরবোজ্জ্বল অধ্যায়। মানসম্পন্ন শিক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, এ ছাড়া সবসময় শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করছে।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আরআইএস