ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিআরটিসিকে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
বিআরটিসিকে এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে (বিআরটিসি) এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এ চুক্তির অধীনে বিআরটিসির কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন-সুবিধা, ডিপিএস ও এফডিসহ ব্যাংকটির এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের বিস্তৃত ও বিশেষায়িত সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

বিআরটিসির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিআরটিসি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের একটি রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান। এটি সড়ক ও মহাসড়কে গণপরিবহন অনুমোদন ও নিয়ন্ত্রণে কাজ করে থাকে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরটিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ড. অনুপম সাহা, টেকনিক্যাল ডিরেক্টর কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার পিএসসি, অ্যাডমিন ডিরেক্টর এস.এম. কামরুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, নর্থ জোনের রিজিওনাল হেড তানভীর রহমান, সাউথ জোনের রিজিওনাল হেড শেখ মোহাম্মদ ইমরান কাদের, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ চুক্তিটি প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বৈচিত্র্যময় ও বিশেষায়িত ব্যাংকিং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তাদের রিটেইল ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।


বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ