ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সিএসই'র অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সিএসই'র অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

ঢাকা: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) রোববার (২২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হলো বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

 

উপাচার্য বলেন, সিএসই'র অগ্ৰযাত্রা খুব বেশি পুরোনো নয়। একসময় কম্পিউটার, ইমেইল, সিএসই, প্রোগ্রামিং বলতে কিছুই ছিল না। কিন্তু বর্তমানে সবক্ষেত্রেই সিএসই'র বিচরণ। বিশ্বব্যাপী ২-৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি শুধু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কারণে হচ্ছে।  

অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, গুগল, মাইক্রোসফট, ফেসবুক কিংবা আন্তর্জাতিক এ ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে হলে বুয়েটে পড়া জরুরি না, যদি লক্ষ্য ঠিক থাকে। মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে তার মস্তিষ্ক। এই মস্তিষ্কের সঠিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চা করতে হবে প্রতিনিয়ত। পাশাপাশি দেশি-বিদেশি কোম্পানিগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ আছে উল্লেখ করে তিনি প্রোগ্রামিং-এ দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।  

তিনি বলেন, চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে হবে কারণ সমস্যা থেকেই সম্ভাবনার দুয়ার খোলে।  

অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক অধ্যাপক। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। অস্ট্রেলিয়া, আমেরিকাসহ আন্তর্জাতিক মহলে সুখ্যাতি রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ কম্পিউটার বিজ্ঞানীর।  

আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপারসন সৈয়দ মুস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, সিএসই ডিপার্টমেন্টের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ নুরুল হুদা এবং আইএসইউ রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।