ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিপিএল’র পাওয়ার্ড বাই স্পন্সর মিনিস্টার গ্রুপ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
বিপিএল’র পাওয়ার্ড বাই স্পন্সর মিনিস্টার গ্রুপ

শুক্রবার (০৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। দেশসেরা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের এবারের স্পন্সদের নাম আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি)।



এবারের বিপিএলে টাইটেল স্পন্সর নির্বাচিত হয়েছে ইস্পাহানি ও পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মিনিস্টার গ্রুপ।

এবারের বিপিএলে পাওয়ার্ড বাই স্পন্সর মিনিস্টারের পক্ষে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাই ওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ব্রডকাস্টিং রাইটস হোল্ডার সেমস অ্যান্ড ডব্লিউএসটি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, বিপিএলের টাইটেল ও গ্রাউন্ড রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সিওও খন্দকার আলমগীর ও ইস্পাহানির জেনারেল ম্যানেজার ওমর হান্নান।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।