ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শীতের দাপট, পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
শীতের দাপট, পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড়: ঘন কুয়াশা না থাকলেও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত।

দিন দিন শীতের দাপট বৃদ্ধি পাওয়ায় রাতের বেলা বিপাকে পড়তে শুরু করেছে জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। একই সঙ্গে এ সময়টিতে চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে ছিন্নমূল মানুষদের।

আবহাওয়া অফিস বলছে, সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সকালে কুয়াশার পরিমাণ অনেকটাই কম লক্ষ্য করা গেছে।

সরেজমিনে সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে প্রয়োজনের ক্ষেত্রে ঘর থেকে বের হয়েছেন অনেকেই, অনেকেই আবার ছুটছেন কাজের উদ্দেশ্যে নিজ গন্তব্যে।

ট্রাক্টর শ্রমিক আনোয়ারুল হক বাংলানিউজকে বলেন, প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে বের হই। তবে ঠান্ডার কারণে সকাল সকাল কাজ করতে খুবই কষ্ট হচ্ছে।

শহরের রিকশাচালক নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দিনের কিছুটা গরম থাকলেও রাত থেকে সকাল ৮টা পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা লাগে। এ সময়ে বাজারে লোকজন পাওয়া যাচ্ছে না। প্যাসেঞ্জার পাওয়া যায় না। ঠান্ডার কারণে আমাদের কষ্ট শুরু হয়ে গেছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, গত ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ১ ডিসেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, ০২ ডিসেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি, ০৩ ডিসেম্বর সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত ৪ ডিসেম্বর সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ৫ ডিসেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ৬ ডিসেম্বর সকাল ৯টায় ১২ দশমিক ৩ ডিগ্রি, ৭ ডিসেম্বর ১২ দশমিক ৫ ডিগ্রি, ৮ ডিসেম্বর ১১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, গতকাল রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তাপমাত্রার পারদ আরো কমে আসছে। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে রাতে।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।