ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মেঘনার চরে আটকা ৩ শতাধিক কৃষক, ৯৯৯-এ উদ্ধারের আকুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
মেঘনার চরে আটকা ৩ শতাধিক কৃষক, ৯৯৯-এ উদ্ধারের আকুতি

লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মেঘনা নদীর একটি বিচ্ছিন্ন চরে তিন শতাধিক কৃষক ঝড়ের কবলে আটকা পড়ে আছেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে তারা উদ্ধারের আকুতি জানিয়েছেন।

 

শুক্রবার (নভেম্বর) রাত ৮টার দিকে রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, রামগতির আলেকজান্ডারের অদূরে মেঘনা নদীতে জেগে ওঠা একটি চরে দলবদ্ধ কৃষকরা তরমুজ চাষ করছেন। ওই চরে ৩০০ জনের বেশি তরমুজ চাষি ঝড়ে আটকা পড়ে আছেন। নিজেদের উদ্ধারের জন্য তারা ৯৯৯ -এ কল দিয়েছেন। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে চরে যাওয়ার জন্য ট্রলার বা কোনো নৌযান পাওয়া যাচ্ছে না। নৌযানের ব্যবস্থা হলে তাদের উদ্ধার করে নিয়ে আসা হবে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।